কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসনা (২২) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাসনা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ডুমবাড়িচালা গ্রামের মোজাম্মেলের স্ত্রী।
পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।