পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন আজহার

0
পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন আজহার

আগামী মার্চ পর্যন্ত মেয়াদ থাকলেও ওই সময়ের মধ্যে পাকিস্তান দলের কোনো টেস্ট ম্যাচ নেই। তাই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন আজহার মাহমুদ।

ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে গত জুনে নিয়োগ পান আজহার। আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফরে পরবর্তী টেস্ট খেলবে পাকিস্তান। এই সংস্করণে আপাতত খেলা না থাকায় আগেভাগেই চুক্তির ইতি টানলেন দেশটির সাবেক অলরাউন্ডার।

২০২৪ সালের এপ্রিলে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে যুক্ত হন আজহার। সাদা বলের ক্রিকেটে গ্যারি কার্স্টেন এবং লাল বলের ক্রিকেটে জেসন গিলেস্পিকে সাহায্য করার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল তাকে। এর আগের মাসে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে একটি সাদা বলের সিরিজেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

টেস্টের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে একটি সিরিজেই কাজ করার সুযোগ পান আজহার। টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সিরিজে ১-১ ড্র করে পাকিস্তান।

এর আগে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত মিকি আর্থার প্রধান কোচ থাকাকালীন সময়ে বোলিং কোচ ছিলেন আজহার।

বর্তমান আইএল টি-টোয়েন্টির দল ডেজার্ট ভাইপার্সের পেস বোলিং কোচ হিসেবে কাজ করছেন আজহার। পাকিস্তান জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর, আবারও পাকাপাকিভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোচিংয়ে যুক্ত হতে পারেন তিনি। জাতীয় দলে যুক্ত হওয়ার আগে তিনি ছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ এবং সারের সহকারী কোচ। ২০২১ সাল থেকে টেস্ট দলের জন্য অষ্টম কোচের সন্ধানে নামতে হবে পাকিস্তানকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here