পাকিস্তান জাতীয় দলে আমিরকে দেখতে চান না রমিজ রাজা

0

পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির স্পট ফিক্সিংয়ের জন্য ২০১০ সালে নিষিদ্ধ হয়েছিলেন। নিষেধাজ্ঞা শেষে জাতীয় দলে ফিরলেও সেভাবে আলো ছড়াতে পারেননি। ২০২০ সালের পর ফের জাতীয় দলে ফেরার পথে এই বাঁহাতি পেসার। যা নিয়ে ক্ষুব্ধ সাবেক ক্রিকেটার রমিজ রাজা।

গত মাসে আমির জানিয়েছেন, অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপে ফিরতে ইচ্ছুক তিনি। দলে চতুর্থ পেসার হিসেবে বিশ্বকাপে ভূমিকা রাখার কথাও জানিয়েছিলেন তিনি। যার ফলশ্রুতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ উপলক্ষে সামরিক প্রশিক্ষণের ক্যাম্পে ডাকা হয়েছে আমিরকে। মূল দলেও তার থাকার আভাস স্পষ্ট।

রমিজ রাজা আরও যোগ করেন, ‘তার প্রতি সহানুভূতি থাকলেও কোন দয়া নেই। সৃষ্টিকর্তা এই পথে না নেক, তবে আমার ছেলেও যদি এই কাজ করে তাকে আমি ত্যাজ্য করে দেবো।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here