পাকিস্তানে বিস্ফোরণে ৫ পুলিশ কর্মকর্তা নিহত

0

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলার মামন্দ তহসিলে সোমবার একটি পুলিশ ভ্যানের কাছে বিস্ফোরণে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) কাশিফ জুলফিকার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। বাজাউর পুলিশের মুখপাত্র ইসরার আহমেদ জানিয়েছেন, ওই অঞ্চলে টিকাদান অভিযান চলার সময় কর্মকর্তারা পোলিও দলকে নিরাপত্তা দিতে যাচ্ছিলেন।

মালাকান্দ বিভাগের কমিশনার সাকিব রাজা জানিয়েছেন, বিস্ফোরণের কারণে ওই এলাকায় পোলিও অভিযান স্থগিত করা হয়েছে। রেসকিউ ১১২২-এর বিবৃতিতে বলা হয়েছে, মোহমান্দ ও লোয়ার দির জেলার উদ্ধারকারী দলকেও ‘সতর্ক’ অবস্থায় রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here