পাকিস্তানে বাস-পিকআপ সংঘর্ষ; নিহত ১৬

0

পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের পিন্ডি ভাটিয়ান শহরে একটি যাত্রীবাহী বাস ও ডিজেলবাহী পিকআপের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। রবিবার ভোরে ঘটেছে এই দুর্ঘটনা।

পুলিশের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি ফয়সালাবাদ থেকে পিন্ডি ভাটিয়ানের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে এগিয়ে আসতে থাকা একটি ডিজেলের ড্রামবাহী পিকআপের সঙ্গে সেটির মুখোমুখী সংঘর্ষ হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে গিয়ে তা বাস এবং পিকআপ— উভয়কে গ্রাস করে।

পিন্ডি ভাটিয়ান পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনার পরপরই বাসযাত্রীদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয় লোকজন। যদি তারা না আসতেন, সম্ভবত কাউকে জীবত উদ্ধার করা সম্ভব হতো না।’

সূত্র : জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here