পাকিস্তানে বন্দুকযুদ্ধে মেজরসহ নিহত ৩

0

আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের ওয়াজিরিস্তানে বন্দুকযুদ্ধে একজন মেজরসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের সময় এ ঘটনা ঘটে। খবর ভয়েস অব আমেরিকার।

পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন ২৯ বছর বয়সি মেজর আমির আজিজ। অভিযান শুরু হলে সন্ত্রাসীদের একটি দলকে মেজর আমির দেখতে পেলে তাদের প্রতিরোধ করার চেষ্টা করেন।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে। গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার জানি খেল জেনারেল এলাকায় দেশটির সামরিক বহরে আত্মঘাতী হামলায় নয়জন সেনা নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here