পাকিস্তানে আবারও অনার কিলিংয়ের শিকার হলো এক তরুণী ও তার বন্ধু। ঘটনাটি করাচিতে আবুল হাসান ইস্পাহানি রোডে এ ঘটনা ঘটেছে। বলা হয়েছে, সম্মান রক্ষায় নিজ মেয়ে ও তার বন্ধুকে গুলি করে খুন করেছেন ড. রফিক নামের এক বাবা। খবর জিও টিভির।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের শিকার হাসান এবং লারাইব গুলশান-ই-ইকবালের বাসিন্দা। লারাইবকে বাসায় নামিয়ে দিতে এসেছিলেন হাসান। এ সময় তারা বাসার নিচে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ ঘটনায় দেখে ফেলেন লারাইবের বাবা রফিক। এ সময় তিনি উন্মুক্ত গুলি চালায়, এ সময় তারা ঘটনাস্থল ত্যাগ করার আগেই ঘটনাস্থলে মারা যায়।
পুলিশের এসপি সোহরাব গোউথ সোহাইল ফয়েজ বলেন, এ ঘটনার পরই বাবা এবং ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, পাকিস্তানে প্রায়ই এরকম হত্যাকাণ্ডের ঘটনা গণমাধ্যমের খবরে উঠে আসতে দেখা যায়।