পাকিস্তানের সেনা স্থাপনায় হামলার অভিযোগে অন্তত ৩৩ জনকে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এই তথ্য জানিয়েছেন।
ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, সামরিক আদালত বা সেনা কর্মকর্তাদের হাতে পাঞ্জাবের ১৯ জন এবং খাইবার পাখতুনখাওয়াতে ১৪ জনকে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী এই সহিংসতাকে ‘কালো অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করেছে। তারা ঘোষণা দিয়েছে, সহিংসতায় জড়িতদের পাকিস্তান সশস্ত্রবাহিনী আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন নামের দুটি সামরিক আইনে বিচার করা হবে। সূত্র: ডন
বিডিপ্রতিদিন.কবিরুল