পাকিস্তানে ডনের সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

0
পাকিস্তানে ডনের সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন নিউজের স্থানীয় সাংবাদিক খাওয়ার হোসেনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার (১৬ আগস্ট) রাতে একটি গাড়ির ভেতর তার মরদেহ পাওয়া যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, খাওয়ার হোসেনের মাথায় গুলির চিহ্ন ছিল। তার পৈতৃক বাড়ি সাংঘারের একটি রেস্তোরাঁর সামনে গাড়িটি থেমে ছিল। গাড়ির ভেতর তার হাতের কাছে একটি পিস্তল এবং মোবাইল ফোনও পাওয়া গেছে।

সাংঘার পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট আবিদ বালোচ জানান, ঘটনার তদন্ত চলছে। কীভাবে সাংবাদিক খাওয়ার হোসেনের মৃত্যু হলো, তা উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

খাওয়ার হোসেন করাচিতে ডন নিউজের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর ঘটনায় সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ সর্বোচ্চ তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলওয়াল ভুট্টো এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তার দল বর্তমানে সিন্ধের প্রাদেশিক সরকারের দায়িত্বে রয়েছে।

মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা ফ্রিডম নেটওয়ার্ক জানিয়েছিল, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সিন্ধে অন্তত ১৮৪ সাংবাদিক সহিংসতার শিকার হয়েছেন। ফলে খাওয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় আবারও সাংবাদিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here