পাকিস্তানে ট্রেন অপহরণ: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬

0

পাকিস্তানের বেলুচিস্তানে অপহৃত ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি ১০৪ জন যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এসময় অভিযানে অন্তত ১৬ জঙ্গি নিহত হয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।

এর আগে মঙ্গলবার বেশ কিছু জঙ্গি রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে।

প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের বলান জেলায় জাফর এক্সপ্রেসে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। অভিযানে জিম্মি ১০৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে ১৬ জন জঙ্গি নিহত হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। এছাড়া ১৭ জন আহত যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। অন্য যাত্রীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

জাফর এক্সপ্রেস ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশওয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ট্রেনটির নয়টি বগিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিল।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানের পর জঙ্গিরা ছোট ছোট দলে ভাগ হয়ে যায়।

আক্রমণকারীরা তাদের আন্তর্জাতিক যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করছে।

জানা গেছে, জঙ্গিরা আফগানিস্তানে তাদের মাস্টারমাইন্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে এবং নারী-শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। এছাড়া এলাকার কঠিন ভূ-প্রকৃতি অভিযানকে আরও জটিল করে তুলছে।

জঙ্গিরা ট্রেনের ওপর আক্রমণ করার আগে রেলপথে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা লোকোমোটিভে গুলি চালিয়েছিল, এতে চালক আহত হন। ট্রেনটি একটি সুড়ঙ্গের ঠিক আগে থেমে যায়। আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে একটি দুর্গম, পর্বতাঞ্চলীয় এলাকায় ট্রেনটি তারা দখলে নেয়। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here