দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১২ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আটজনকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা বুধবার জানিয়েছেন।
বুধবার সকালে বেলুচিস্তান প্রদেশের খনি পরিদর্শক আব্দুল গনি বালোচ বলেছেন, ‘উদ্ধার অভিযান মাত্র শেষ হয়েছে।’ তিনি আরো বলেন, ‘বিস্ফোরণের সময় খনিতে ২০ জন শ্রমিক ছিলেন।