আন্তর্জাতিকপাকিস্তানে এবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি গ্রেফতারBy AmarNews.com.bd - May 11, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL এবার পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। শাহ মেহমুদ কোরেশি পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।