পাকিস্তানে ইরানের হামলা আত্মরক্ষামূলক মনে করে ভারত

0

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গি গোষ্ঠী ‘জইশ আল-আদলের’ দুটি ঘাঁটি লক্ষ্য করে ইরানের চালানো হামলাকে আত্মরক্ষামূলক বলে মনে করে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন। সেই সঙ্গে তিনি বলেন, “বিষয়টি ইরান ও পাকিস্তানের মধ্যকার ইস্যু।”

মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে জইশ আল-আদলের দুটি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আকাশসীমা লঙ্ঘন করে ইরানের চালানো এই হামলায় পাকিস্তানে অন্তত দুই শিশু নিহত ও আরও তিনজন আহত হয়।

এই ইস্যুতে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। সেই সঙ্গে তেহরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হয়েছে।

জইশ আল-আদল সুন্নি মুসলিমদের একটি চরমপন্থী গোষ্ঠী। তারা জুনদাল্লাহ নামের ইরানভিত্তিক একটি সংগঠনের শাখা। ২০০২ সালে জুনদাল্লাহ প্রতিষ্ঠা করেন আব্দোলমালেক রিগি। ২০১০ সালে ইরান সরকার তার মৃত্যুদণ্ড কার্যকর করে। এর আগে পর্যন্ত তিনিই এই সংগঠনের নেতৃত্বে ছিলেন।

রিগির মৃত্যুর পর জুনদাল্লাহর মতাদর্শ নিয়ে বেশ কয়েকটি গোষ্ঠীর উদ্ভব ঘটে। সেগুলোর মধ্যে জইশ আল-আদল অন্যতম। এই গোষ্ঠীটি ২০১২ সালের দিকে সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠে।

জইশ আল-আদল ইরানের দক্ষিণাঞ্চল ও পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে কার্যক্রম পরিচালনা করে। বেলুচিস্তানের এই এলাকা পাকিস্তানের সঙ্গে ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী। সেখানেই মঙ্গলবার বিকালে হামলা চালিয়েছে ইরান। সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here