পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে আরও দু’জন গ্রেফতার

0
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে আরও দু’জন গ্রেফতার

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করেছে ভারত। তারা হলেন- এজাজ আহমেদ এবং বশির আহমেদ গনাই। 

এ নিয়ে একই অভিযোগে ভারতজুড়ে মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো। তারা জম্মু-কাশ্মীরের বাসিন্দা।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শীতবস্ত্র বিক্রির আড়ালে গুপ্তচরবৃত্তি করছিলেন তারা। ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাঠানোর অভিযোগে অরুণাচল প্রদেশের পুলিশের জালে ধরা পড়েন তারা।

অরুণাচল রাজ্য পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজি, আইনশৃঙ্খলা) চুকু আপা জানিয়েছেন, গত ১৮ ডিসেম্বর এজাজ এবং বশিরকে কুপওয়ারা থেকে গ্রেফতার করা হয়েছে। তারপর তাদের অরুণাচল প্রদেশে নিয়ে আসা হয়েছে ট্রানজিট রিমান্ডে। আইজি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অরুণাচলের বিভিন্ন প্রান্তে শীতবস্ত্র বিক্রি করতেন গ্রেফতারকৃতরা। ফলে কেউ তাদের সন্দেহ করতে পারেনি। আর এই সুযোগ নিয়েই পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে সেনা এবং অরুণাচলের বিভিন্ন অঞ্চলের তথ্য পাচার করতেন তারা। 

আইজি আরও জানিয়েছেন, ওই তথ্য কি শুধু পাকিস্তানেই পাচার করা হয়েছিল, না কি চীনেও পাঠানো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ অরুণাচলের ওপর দীর্ঘ দিন ধরেই নজর রয়েছে চীনের। এই পরিস্থিতিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে অরুণাচল থেকে পরপর গ্রেফতার হওয়ায় হুলস্থুল পড়ে গেছে।

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর জম্মু-কাশ্মীরের কুপওয়ারার দুই বাসিন্দাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছিল অরুণাচল পুলিশ। তারা হলেন- নাজির আহমেদ মালিক এবং সাবির আহমেদ মীর। পরে সাবির আহমেদ খান নামে আরও একজনকে ইটানগর থেকে গ্রেফতার করা হয়। রাজ্য পুলিশের পক্ষ থেকে ইটানগরের বাসিন্দাদের কাছে আবেদন করা হয়েছে, কোনও নথি পরীক্ষা না করে কাউকে যেন বাড়িভাড়া না দেন তারা। যদি নথি পরীক্ষা ছাড়াই কাউকে ভাড়া দেওয়া হয়, তাহলে সমস্যায় পড়তে হতে পারে। বিশেষ করে ইটানগর থেকে একের পর এক কাশ্মীরি গ্রেফতার হওয়ায় সচেতনতার বার্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সূত্র: এনডিটিভি, দ্য হিন্দু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here