পাকিস্তানের সেই নির্বাচন কর্মকর্তার ডিগবাজি

0

পাকিস্তানের গ্যারিসন শহর রাওয়ালপিন্ডির ১৩ জন প্রার্থীকে নির্বাচনে জোরপূর্বক বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করা সাবেক সিনিয়র আমলা লিয়াকত আলী চাথা বৃহস্পতিবার তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেছেন, তিনি তার পূর্বের দাবির জন্য ‘অত্যন্ত লজ্জিত ও বিব্রত’।

রাওয়ালপিন্ডির সাবেক কমিশনার চাথা জিও নিউজকে বলেন, ‘আমি আমার কর্মের সম্পূর্ণ দায় নিচ্ছি এবং যে কোনো ধরনের আইনি পদক্ষেপের জন্য কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করছি।

তার এই ঘোষণা দেশটিতে রাজনৈতিক পারদ ব্যাপক বাড়িয়ে তোলে।
 
সংবাদ সম্মেলনে বিরল স্বীকারোক্তি দিয়ে নির্বাচন কমিশনার চাথার রাওয়ালপিন্ডি বিভাগে নির্বাচনে কারচুপির দায়ভার গ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা ৫০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত প্রার্থীদের বিজয়ীতে রূপান্তরিত করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here