১৯৪৭ সালে দেশভাগের পর সিন্ধু প্রদেশ পাকিস্তানের অংশ হয়ে যায়। সেই অঞ্চলের বহু সিন্ধি জনগোষ্ঠী তখন ভারতে চলে আসেন। তবে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সীমান্তের পরিবর্তনের মাধ্যমে একদিন এই অঞ্চল আবার ভারতের অংশ হয়ে ফিরে আসতে পারে।
রবিবার এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছে তিনি।
রাজনাথ সিং বলেন, ওই অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বীরা বিশেষ করে এল কে আদবানির মতো নেতাদের প্রজন্ম কোনোদিনই সিন্ধুকে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া মেনে নেয়নি।
তিনি বলেন, এল কে আদবানি তার একটি বইয়ে লিখেছেন, সিন্ধি হিন্দুরা, বিশেষ করে তার প্রজন্মের মানুষরা, এখনও সিন্ধুর বিচ্ছিন্নতাকে মেনে নিতে পারেননি। শুধু সিন্ধু অঞ্চলের নয়, গোটা ভারতেই হিন্দুরা ইন্দুস নদীকে পবিত্র মনে করেন।
তিনি আরও বলেন, এখন সিন্ধুর ভূমি ভারতের অংশ নয়। তবে সভ্যতাগত দিক থেকে সিন্ধু সবসময়ই ভারতেরই অংশ। আর ভূমির প্রশ্নে সীমান্ত বদলাতেও পারে। ইন্দুস নদীকে পবিত্র মনে করা সিন্ধুর মানুষরা সবসময়ই ভারতের মানুষ। তারা যেখানে থাকুন, তারা ভারতেরই।
পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনতে ভারতকে কোনো আগ্রাসী পদক্ষেপ নিতে হবে না বলেও মনে করেন রাজনাথ সিং। গত ২২ সেপ্টেম্বর মরক্কোয় এক আলোচনায় তিনি বলেন, কাশ্মীরের জনগণ নিজেরাই দখলদারদের হাত থেকে মুক্তি চাইছে। সেখানে দাবি-দাওয়া উঠতে শুরু করেছে।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে
বিডি-প্রতিদনি/এমই

