টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। এ সময়টায় বাংলাদেশ দল পুরোদমে প্রস্তুতি নিতে থাকার কথা। ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ভারতের উদ্দেশে ২৫ জানুয়ারি যাত্রা করার কথা ছিল। তবে ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলেও দল এখনও নিশ্চিত নয় ভারত সফরে যাবে কি না। বিসিবি সূত্র জানাচ্ছে, আগামী ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
আইসিসি প্রতিনিধিদের সঙ্গে গত সভায় বাংলাদেশ তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। আর তা হলো ভারতে ম্যাচ খেলবে না বাংলাদেশ। পাকিস্তান সরকারও বাংলাদেশের অবস্থানের পাশে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিয়েছে। তবে বিসিবি বা বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শ্রীলঙ্কায় বাংলাদেশের জন্য গ্রুপ বদলের প্রস্তাব আইসিসি তেমন অনুমোদন দেয়নি। এতে দেখা যাচ্ছে, পাকিস্তানও যদি বাংলাদেশকে পূর্ণ সমর্থন না দেয় তাহলে তারা বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে।
বিশ্বকাপ না খেললে আইসিসির বড় রাজস্ব ক্ষতি হবে, যা পাকিস্তানের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অবস্থান ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারে। যদিও আইসিসি নিশ্চিত করেছে, আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তন হবে না এবং বাংলাদেশ ভারত সফরে যাবে না।
সূত্র: ক্রিকইনফো, জিও নিউজ

