পাকিস্তানের বোলিং লাইনআপ নিয়ে যা বললেন রোহিত

0

প্রায় চার বছর পর ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এবারের লড়াইটা এশিয়ার শ্রেষ্ঠত্যের। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে আজ মুখোমুখি হচ্ছে ক্রিকেটের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচটিকে ঘিরে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। 

‘ব্লকবাস্টার’ এই লড়াইয়ের আগে প্রতিপক্ষ পাকিস্তানের বোলিং লাইনআপের প্রশংসা করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সেই সঙ্গে নিজেদের দলে শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফের মতো বোলার না থাকার আক্ষেপও ঝরলো তার মুখ থেকে।

পাকিস্তানি বোলারদের প্রশংসায় রোহিত বলেন, ‘পাকিস্তানের কাছে সবসময় কোয়ালিটি বোলার থাকে। তবে আমরা অনেকদিন ধরে খেলছি। ফলে তারা কীভাবে বোলিং করে, কোথায় বল ফেলে- এসব সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে। তাদের খেলতে হলে আমাদের অভিজ্ঞতাকেই কাজে লাগাতে হবে।’

ক্রিকেটে ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই ‘যুদ্ধ যুদ্ধ ভাব’। দুই দেশের সমর্থকদের মধ্যে তীব্র লড়াই চলে এই ম্যাচকে ঘিরে। কিন্তু রোহিত শর্মা এধরনের ‘লড়াই’ নিয়ে মোটেই মাথা ঘামাতে রাজি নন। তার কাছে মাঠের লড়াইটা একেবারেই আলাদা। তিনি বলেন, ‘এশিয়া কাপে ছয়টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল রয়েছে এবং নির্দিষ্ট দিনে যে কেউ জয় তুলে নিতে সক্ষম। লড়াইয়ের ব্যাপারটা নিয়ে বাইরের লোকে কথা বলতেই পারে। কিন্তু দল হিসেবে আমরা দেখি, আগামীকাল (আজ) একটি দলের বিপক্ষে খেলবো আমরা। মাঠে সঠিক কাজটাই করতে হবে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here