এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আরো একটা দুঃসংবাদ পেল রোহিত শর্মার ভারত। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, পাকিস্তানের বিরুদ্ধে পাওয়া যাচ্ছে না লোকেশ রাহুলকে। ভারতীয় এই ব্যাটার সুস্থ হলেও এখনও খেলার মতো জায়গায় নেই বলে জানালেন কোচ রাহুল দ্রাবিড়।
দ্রুত সুস্থ হয়ে উঠছেন লোকেশ রাহুল। আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই থাকবেন তিনি। এশিয়া কাপের গ্রুপ পর্বের পর সুস্থ হলে তবেই এশিয়া কাপের দলে যোগ দেবেন।
আজ মঙ্গলবার কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে বলেন, ‘অনেকেই জানতে চাইবেন যে রাহুল খেলতে পারবেন কি না, তাই আগেই বলে দিই। রাহুল আপাতত এশিয়া কাপ খেলতে যাচ্ছে না। প্রথম দুটো ম্যাচ খেলতে পারবে না ও। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই থাকবে। সুপার ফোরের ম্যাচের আগে দেখা হবে ও সুস্থ কি না। সেই অনুযায়ী দলে নেওয়া হবে ওকে।’
এশিয়া কাপের দল ঘোষণার সময়ই বলা হয়েছিল যে, রাহুল সুস্থ হলে তবেই এশিয়া কাপ খেলতে যাবেন। ভারতীয় দলের কোচ মঙ্গলবার জানিয়ে দিলেন যে, রাহুল দ্রুত সুস্থ হয়ে উঠছেন, কিন্তু এখনই ম্যাচ খেলার মতো জায়গায় তিনি নেই।