পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক শামি

0

ভারতের জার্সিতে সাম্প্রতি সাদা বলের ক্রিকেটে খেলতে দেখা যায়নি মোহাম্মদ শামিকে। একের পর এক সিরিজে বিশ্রাম পেয়েছেন। তবে এশিয়া কাপে আবার সাদা বলে খেলতে চলেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতের বোলার স্পষ্ট জানালেন, বলের রং বদলালেও তার ক্ষিপ্রতা আগের মতোই থাকবে।

এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলে শামি বলেছেন, “এখন অনেক বেশি লাল বল, সাদা বল নিয়ে কথা হচ্ছে। আমার মনে হয় সঠিক জায়গায় বল রাখতে পারলে আর কোনও কিছুতেই সমস্যা হওয়ার কথা নয়। আমার একটাই লক্ষ্য, দলের হয়ে নামলে যেন ১০০ শতাংশ দিতে পারি। ফলাফল এমনিই আসবে। পাকিস্তানের মতো ম্যাচের আগে ফোকাস ধরে রাখা এবং পরিকল্পনা কাজে লাগানো সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here