পাকিস্তানের পাল্টা পদক্ষেপে বিপাকে ভারতের এয়ারলাইনসগুলো

0

কাশ্মীরের পেহেলগাঁওকাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানের ওপর দায় চাপিয়ে দেশটির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। এরমধ্যে অন্যতম হলো আকাশসীমা বন্ধ করে দেওয়া। অর্থাৎ এখন থেকে পাকিস্তানের আকাশসীমায় কোনও ভারতীয় প্লেন প্রবেশ করতে পারবে না।

এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলো। এরই মধ্যে যাত্রীদের সার্ভিস ব্যাহত হওয়ার বিষয়ে সতর্ক করেছে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এয়ারলাইনস দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে জানিয়েছে, ফ্লাইট রুট পরিবর্তনের কারণে কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি প্রভাবিত হতে পারে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ায় যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু ফ্লাইট প্রভাবিত হতে পারে।

এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের ফ্লাইটের সময়সূচি পরীক্ষা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া ছাড়াও, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং স্পাইসজেট আন্তর্জাতিক বিমান পরিষেবা প্রদান করে থাকে।

দিল্লিসহ উত্তর ভারতীয় শহরগুলো থেকে উড়ে আসা সমস্ত পশ্চিমমুখী বিমান পরিষেবাও প্রভাবিত হবে। বিমান সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পাইলটদের মতে, এই বিমানগুলোকে আরব সাগরের ওপর দিয়ে দীর্ঘতর বিকল্প রুট ব্যবহার করতে হবে।

দীর্ঘ রুটের কারণে, ফ্লাইট পরিচালনার জন্য বিমান সংস্থাগুলোর আরও বেশি জ্বালানির প্রয়োজন হবে, যার ফলে খরচ বৃদ্ধি পাবে এবং পেলোড সমস্যা মোকাবেলা করতে হবে।

এছাড়াও দিল্লি ও অন্যান্য উত্তরাঞ্চলীয় শহরগুলো থেকে তাদের গন্তব্যে পৌঁছাতে আরও বেশি সময় লাগবে এবং অদূর ভবিষ্যতে ভাড়াও ৮-১২ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

সংবাদমাদ্যমের প্রতিবেদন অনুযায়ী, পেহেলগাঁওকাণ্ডের পর ভারত শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়, যার মধ্যে রয়েছে পাকিস্তানি দক্ষ কর্মী ও কূটনীতিকদের জন্য বিশেষ ভিসা স্থগিত করা।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার থেকে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা মেডিকেল ভিসাসহ সকল ভিসা বাতিল করা হবে।

ভারত আরও জানিয়েছে, সংশোধিত সময়সীমারভিত্তিতে বর্তমানে ভারতে থাকা পাকিস্তানিদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করতে হবে।

ভারত আরও কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে কূটনৈতিক কর্মীদের সংখ্যা কমানো এবং বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সই হওয়া সিন্ধু নদীর ঐতিহাসিক পানিবণ্টন চুক্তি স্থগিত করা।

এর প্রতিক্রিয়ায় পাকিস্তান বৃহস্পতিবার সব ভারতীয় মালিকানাধীন বা ভারত-পরিচালিত বিমান সংস্থার জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয় এবং ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য স্থগিত করে। তৃতীয় যেকোনও দেশ থেকে ভারতে আসা কিংবা পাকিস্তান হয়ে ভারতে যাওয়া বিমানের জন্যও এই ব্যবস্থা কার্যকর হবে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নয়াদিল্লি সব পাকিস্তানি সামরিক কূটনীতিকদের জন্য পারসনা নন গ্রাটা (অবাঞ্ছিত) নোট দূতাবাসের কাছে হস্তান্তর করেছে।

এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উপদেষ্টাদের অবিলম্বে পাকিস্তান ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here