পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের

0

পাল্টা হামলায় পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি করেছে ভারত। একই সঙ্গে পাকিস্তানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও নিষ্ক্রিয় করার দাবি করেছে ভারতীয় বাহিনী।

বৃহস্পতিবার ভারত সরকারের এক বিবৃতিতে এসব দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, বুধবার দিবাগত রাতের শেষ প্রহরে এবং বৃহস্পতিবার ভোরের দিকে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটসহ ভারতের উত্তর-পশ্চাঞ্চলীয় ১৫টি নগরীর বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পাকিস্তান। তবে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

এছাড়া লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরও দাবি করা হয়, পাকিস্তানের ‘বেশ কয়েকটি স্থানে’ বিমান প্রতিরক্ষা রাডার এবং ব্যবস্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী।

ভারত সরকারের ওই বিবৃতিতে বলা হয়েছে, “এটা নির্ভরযোগ্যভাবে জানা গেছে যে, লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে।”

তবে ভারত কীভাবে এই সিস্টেমগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি ওই বিবৃতিতে।

এর আগে পাকিস্তান দাবি করেছে, তারা গত রাত থেকে ইসরায়েলের তৈরি ২৫টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সূত্র: এনডিটিভি, বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here