সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে, আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব বোলদাক প্রদেশের রাস্তা ধরে সামরিক ট্যাঙ্ক তীব্র গতিতে ছুটে চলেছে। ভিডিও ছড়িয়ে পড়ার পরই তালেবান দাবি করে গত বুধবার সীমান্ত সংঘর্ষের সময় আফগান বাহিনী এই পাকিস্তানি ট্যাঙ্কগুলো জব্দ করেছে।
এক্স পোস্টে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগান বাহিনী সীমান্ত এলাকায় পাকিস্তানি হামলার জবাব দিয়েছে। এর ফলে বিপুল সংখ্যক পাকিস্তানি সেনা মারা গেছে। পাকিস্তানি অস্ত্র ও ট্যাঙ্ক বাজেয়াপ্ত করা হয়েছে। পাকিস্তানের সামরিক স্থাপনাগুলি ধ্বংস করা হয়েছে।
তবে এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, ভিডিওতে যে মডেলের ট্যাঙ্ক দেখা গেছে, তা তাদের সামরিক বহরের অংশ নয়।
জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ওরা ভিডিও দেখিয়ে দাবি করছে যে একটি পাকিস্তানি ট্যাঙ্ক দখল করেছে; কিন্তু আমাদের সামরিক বহরে ঐ ট্যাঙ্ক নেই। সম্ভবত তারা কোনো ভাঙারি ব্যবসায়ীর কাছ থেকে সেটি কিনেছে।
যদিও এনডিটিভি ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। তবে একটি দ্রুত এআই অনুসন্ধানে জানা গেছে যে ভিডিওতে দেখা যাওয়া যানটি হল একটি সোভিয়েত-যুগের টি-৫৫ ট্যাঙ্কার। উল্লেখ্য, এই মডেলের ট্যাঙ্কটি ১৯৮০-র দশক থেকেই আফগানিস্তানের সামরিক বহরে রয়েছে।