পাকিস্তানের কোচের পদ ছাড়ার কারণ জানালেন গিলেস্পি

0
পাকিস্তানের কোচের পদ ছাড়ার কারণ জানালেন গিলেস্পি

অবশেষে দায়িত্ব ছাড়ার নেপথ্যের কারণ প্রকাশ করেছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। ২০২৪ সালের এপ্রিল মাসে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া এই সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মাত্র আট মাসের মধ্যেই পদত্যাগ করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই পাকিস্তানের সঙ্গে তার কোচিং অধ্যায়ের সমাপ্তি ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক প্রশ্নোত্তর পর্বে গিলেস্পি জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর একাধিক সিদ্ধান্ত তাকে মানসিকভাবে আঘাত করেছে এবং অপমানিত বোধ করিয়েছে। বিশেষ করে সহকারী কোচ টিম নেলসনকে বরখাস্ত করার আগে প্রধান কোচ হিসেবে তার সঙ্গে কোনো ধরনের আলোচনা না করায় তিনি ক্ষুব্ধ হন।

গিলেস্পি লেখেন, ‘আমি তখন পাকিস্তান টেস্ট দলের কোচ। পিসিবি আমাদের সিনিয়র সহকারী কোচকে একেবারেই কোনো ধরনের যোগাযোগ ছাড়াই বরখাস্ত করেছে। প্রধান কোচ হিসেবে এই পরিস্থিতিকে আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করেছি। আরো কিছু বিষয় ছিল, যেগুলো আমাকে ভীষণভাবে অপমানিত করেছে।’

এক ভক্ত তার কাছে পিএসএল নিয়ে মতামত জানতে চাইলে গিলেস্পি বলেন, ‘এটি একটি দুর্দান্ত টুর্নামেন্ট।’ এরপর প্রশ্ন আসে, পিএসএল পছন্দ হলে তিনি কেন পাকিস্তান ক্রিকেট ছেড়ে দিলেন? জবাবে গিলেস্পি তখন নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন।

গিলেস্পির কোচিং মেয়াদ শুরু হয়েছিল হতাশাজনকভাবে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় পাকিস্তান। ওই সিরিজে ব্যাটিং ব্যর্থতা ও দলগত সমন্বয়ের অভাব স্পষ্ট হয়ে ওঠে। তবে অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। প্রথম টেস্টে হারের পর পরের দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে দলটি। স্পিন সহায়ক উইকেটে এই জয় গিলেস্পির সংক্ষিপ্ত কোচিং মেয়াদের বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here