পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামরগনের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। আগামী মাস থেকে দলটির প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ করা পোস্টে ব্র্যাডবার্ন লেখেন, পাকিস্তান ক্রিকেটের সঙ্গে দারুণ অধ্যায়টা শেষ করার সময় এখনই। পাঁচ বছরে তিনটি ভূমিকায় ছিলাম, নিজের অর্জন নিয়ে আমি গর্বিত। দুর্দান্ত কিছু খেলোয়াড়, কোচ ও স্টাফদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েও আমি কৃতজ্ঞ।