পাকিস্তান সফরে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান রজার বিনি। এই সফরে তার সাথে ছিলেন বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা।
বুধবার দেশে ফিরে পাকিস্তানের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন বিনি। তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা পাকিস্তানে দারুণ সময় কাটিয়েছি। আমরা বেশ ভালো আতিথেয়তা পেয়েছি। তারা আমাদের দারুণ যত্ন করেছে। আমাদের প্রধান এজেন্ডা ছিল ক্রিকেট খেলা দেখা ও তাদের সাথে আলোচনা করা। সবমিলিয়ে, এটা ছিল বেশ ভালো সফর।’
২০০৬ সালের পর আর পাকিস্তান সফর করেনি ভারতের ক্রিকেট দল। চলতি এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে ভারত দেশটিতে খেলতে যেতে না চাওয়ায় হাইব্রিড মডেলে শ্রীলঙ্কাকে সহআয়োজক করা হয়েছে।
ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হবে কিনা এ প্রশ্ন করলে বিনি বলেছেন, ‘বিসিসিআই এটা বলতে পারে না। … আমাদের অপেক্ষা করে দেখা দরকার কি হয়। আমার মনে হয় এমনটা ঘটতে পারে। সামনে বিশ্বকাপ আসছে। পাকিস্তান ভারতে খেলতে আসবে।’
সূত্র: এনডিটিভি