পাকিস্তানি ক্রিকেটারদের বিশ্রাম না চাওয়ার কারণ জানালেন নাসিম!

0

পাকিস্তানের ক্রিকেটে দল নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পেসার নাসিম শাহ। ক্রিকেটাররা ওয়ার্কলোড সামলানোর জন্য বিশ্রাম চাইলেই চিরতরে বিশ্রাম দেওয়া হয় বলে মন্তব্য করেছেন এই পেসার। 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ শেষে এমন মন্তব্য করেন নাসিম।

কেন বিশ্রামে যেতে ভয় পান সেটাও বললেন পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম ভরসা এই তারকা, ‘আপনি যদি বিশ্রামে যান, হতে পারে চিরতরের জন্যই জায়গা হারিয়ে ফেললেন। তখন আজীবন বিশ্রামই করে যেতে হবে।’

২১ বছর বয়সী নাসিম যোগ করেন, ‘এছাড়াও খেলোয়াড়রা ভয়ের মধ্যে থাকেন। যদি কেউ বলেন তিনি শতভাগ ফিট নন বা ক্লান্ত তখন তার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠে, অন্যান্য খেলোয়াড়রাও পেছনে এ নিয়ে কথা বলতে থাকে। তাই কেউ নিজের থেকে বিশ্রামের প্রসঙ্গ ভুলেও টেনে আনেন না।’

উল্লেখ্য, কিছুদিন আগেই ওয়ার্কলোড সামলাতে এক সিরিজ থেকে বিশ্রাম চাওয়ায় ব্যাপক সমালোচিত হন দেশটির তারকা পেসার হারিস রউফ। এর পর কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে বাদ দেয় পিসিবি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here