পাকিস্তানকে ৮৮ রানে আটকে দিয়েও হারলো মেয়েরা

0
পাকিস্তানকে ৮৮ রানে আটকে দিয়েও হারলো মেয়েরা

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে মাত্র ৮৮ রানে আটকে দিয়ে ১৩ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। 

বুধবার কক্সবাজার একাডেমি মাঠে পাকিস্তানের দেয়া ৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৭৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে হাতের নাগালে থাকা সহজ লক্ষ্যটা স্পর্শ করতে পারল না স্বাগতিকরা।

৮৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে ২২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন শীর্ষ চার ব্যাটার। এরপর অরিত্র নির্জনা মণ্ডল (২০) এবং সাদিয়া আক্তার (১৬) বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। 

শেষদিকে ববি খাতুন ১৩ রান করে কিছুটা আশা জাগালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। পাকিস্তানি বোলারদের দাপটে ১৮.৫ ওভারে ৭৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের জয়ে বল হাতে বড় ভূমিকা রাখেন শাহর বানু ও রোজিনা আকরাম। শাহর বানু ৩টি উইকেট শিকার করেন। অন্যদিকে রোজিনা ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই ধুঁকতে থাকে সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ৮৮ রানেই অলআউট হয় তারা। তবে দলের বিপর্যয়ের মুখে ঢাল হয়ে দাঁড়ান অধিনায়ক ইমা নাসির। তিনি ৪১ বলে ৩০ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। এছাড়া আরিশা আনসারি ২৩ বলে ২২ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন জারিন তাসমিন লাবণ্য। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে তিনি তুলে নেন ২ উইকেট। সমানসংখ্যক উইকেট শিকার করেন হাবিবা ইসলাম পিংকিও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here