এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২৬৭ রানের টার্গেট দিয়েছে ভারত। বল হাতে পাকিস্তানের হয়ে রীতিমতো তোপ দেগেছেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় ভারত। ওপেনার রোহিত শর্মা ও তিনে নামা বিরাট কোহলিকে হারিয়ে অনেকটা ছন্নছাড়া হয়ে পড়ে টিম ইন্ডিয়া। আরেক ওপেনার শুভমন গিলও শেষ পর্যন্ত হাল ধরতে পারেননি। চারে নামা শ্রেয়াস আইয়ারও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন।
পাকিস্তানের হয়ে একাই চার উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে আরেক পেসার হারিস রউফ নিয়েছেন তিন উইকেট। নাসিম শাহও শেষ পর্যন্ত নিজের ঝুলিতে পুরেছেন তিন উইকেট।