পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করার পরামর্শ মিয়াদাদের

0

ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আক্রমণ করলেন সাবেক ক্রিকেটার ক্রিকেটার জাভেদ মিয়াদাদ। তার স্পষ্ট বক্তব্য, এশিয়া কাপ খেলতে বিসিসিআই যখন পাকিস্তানে দল পাঠাচ্ছে না, তখন পাকিস্তানেরও বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার দরকার নেই। 

খসড়া সূচি অনুযায়ী, ১৫ অক্টোবর আমেদাবাদে ভারত–পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। কিন্তু মিয়াদাদ বলছেন, পাকিস্তান ২০১২ এবং ২০১৬ সালে ভারত সফরে গিয়েছিল। এবার ভারতের পালা পাকিস্তানে আসার।

মিয়াদাদ আরও বলেছেন, পাকিস্তান ক্রিকেটকে এত হেয় করার কিছু নেই। আমরা নিয়মিত প্রতিভা তুলে আনছি। তাই মনে হয় না, ভারতে খেলতে না গেলে পাকিস্তান ক্রিকেটের বড় কিছু ক্ষতি হয়ে যাবে। আমার পরিষ্কার কথা, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না এলে, এবার আমাদেরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত।

প্রসঙ্গত, ভারত শেষবার পাকিস্তান গিয়েছিল সেই ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে। তারপর থেকে আর ও দেশে পা রাখেনি টিম ইন্ডিয়া। নিরাপত্তাই কারণ। মিয়াদাদ বলেন, খেলার সঙ্গে রাজনীতিতে মিশিয়ে ফেলা ঠিক নয়। খেলাই পারে দু’‌দেশের মানুষকে আরও কাছে আনতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here