পাকিস্তানকে বাংলাওয়াশ করার মিশনে টাইগাররা

0
পাকিস্তানকে বাংলাওয়াশ করার মিশনে টাইগাররা

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন অধিনায়ক লিটন দাস। সিরিজ এরই মধ্যে নিজেদের করে নেওয়ায় আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অনেকটাই আনুষ্ঠানিকতা—তবে একসঙ্গে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগও বটে।

সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচে দল ঘুরিয়ে দেখতে পাঁচটি বড় পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমান। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন তানজিদ হাসান তামিম, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

নতুনদের পারফরম্যান্স যাচাই করতেই এই সুযোগ বলে জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ সামনে রেখে ব্যাকআপ খেলোয়াড়দের পর্যবেক্ষণ করাও এই রোটেশনের অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, সিয়াম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালামান আলী আগা (অধিনায়ক), হাসান নাওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়েল ও সালমান মির্জা।

সিরিজের শেষ ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে প্রস্তুত লিটনরা। অন্যদিকে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া পাকিস্তান। এখন দেখার পালা, আজ শেষ হাসি হাসে কে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here