পাকিস্তানকে বড় হারের লজ্জায় দিল অস্ট্রেলিয়া

0

পার্থ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেল পাকিস্তান। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৯ রানে শেষ শান মাসুদদের ইনিংস। এতে অজিদের কাছে ৩৬০ রানের  বড় হারের লজ্জায় পেল পাকিস্তান। 

ওয়ানডে বিশ্বকাপের পর এটাই প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের। নতুন অধিনায়কের নেতৃত্বে সেই ম্যাচে বিরাট ব্যবধানে হারল তারা। এ হারে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল পাকিস্তান।

পার্থে ২ উইকেট ৮৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অজিরা। আগের দিন লিড নিয়ে রেখেছিল ৩০০ রানের। আজ ৫ উইকেটে ২৩৩ রান করার পর ঘোষণা দেয় ইনিংস। পাকিস্তান পায় পাহাড়সম লক্ষ্য। যা টপকাতে বিশ্বরেকর্ড গড়তে হতো তাদের।

জবাব দিতে নেমে অজিদের পেস তোপে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। দুই অংক ছুঁতে পারেন কেবল তিনজন ব্যাটার। সর্বোচ্চ ২৪ রান আসে সাউদ শাকিলের ব্যাট থেকে। এছাড়া বাবর আজম ১৪ ও ইমাম উল হক করেন ১০ রান। বাকি সবাই এক অংকের ঘরে আউট হন।  

ক্যারিয়ারে ৫০০ উইকেট পূরণ করতে এই টেস্টে চারটি উইকেটই প্রয়োজন ছিল লায়নের। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে পরের ইনিংসের জন্য অপেক্ষা করতে হয় তাকে। অবশেষে আজ ফাহিম আশরাফকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে অস্ট্রেলিয়ার তৃতীয় ও বিশ্বের অষ্টম বোলার হিসেবে স্পর্শ করলেন সেই মাইলফলক। পরে আমির জামালকেও তুলে নেন তিনি।

অজিদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে ৯০ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। 

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here