পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতীয় বোর্ডের

0
পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতীয় বোর্ডের

এশিয়া কাপ শেষ হওয়ার প্রায় এক মাস পরেও বিতর্ক থামছে না। পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া কাপ জিতলেও ট্রফি এখনো হাতে পায়নি তারা। সেই ট্রফি রাখা আছে দুবাইয়ে আইসিসির দফতরে। ভারতের দাবি, সেই ট্রফি বিসিসিআইয়ের দফতরে পাঠিয়ে দিতে হবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নকভি এশীয় ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। তিনি জয়ী দলকে এশিয়া কাপের ট্রফি তুলে দেবেন বলেছিলেন। কিন্তু ভারত তার হাত থেকে ট্রফি নেবে না বলে জানিয়ে দেয়। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

গণমাধ্যমে ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছেন, নকভিকে তারা চিঠি লিখেছেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, মুম্বাইয়ে বোর্ডের দফতরে ট্রফি পাঠিয়ে দিতে হবে। শইকীয়া জানিয়েছেন, তারা ধাপে ধাপে এগোতে চাইছেন। প্রথমে নকভিকে জানানো হয়েছে। তিনি যদি জবাব না দেন, তা হলে আইসিসিকে জানাবে বিসিসিআই। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে হস্তক্ষেপ করার অনুরোধ করবে বিসিসিআই।

গোটা এশিয়া কাপ জুড়েই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিতর্ক হয়েছে। দুই দেশের রাজনৈতিক উত্তেজনা গড়িয়েছে খেলার মাঠে। প্রথম ম্যাচে টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পরে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গেও হাত মেলাননি ভারতীয় ক্রিকেটারেরা। প্রতিযোগিতার তিনটি ম্যাচেই এই ঘটনা দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here