‘পাওয়ার প্লে-তে ওরা আমাদের হাত থেকে ম্যাচটা কেড়ে নিয়েছে’

0
‘পাওয়ার প্লে-তে ওরা আমাদের হাত থেকে ম্যাচটা কেড়ে নিয়েছে’

এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। পাকিস্তানের ১৭২ রানের জবাবে ভারত ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। নখদন্তহীন বোলিংয়ে কোনো লড়াই জমাতে পারেনি সালমান আলি আগার শিষ্যরা।

ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক সালমান বলেন, “আমরা এখনও নিখুঁত ম্যাচ খেলতে পারিনি। তবে আস্তে আস্তে সে দিকে এগিয়ে যাচ্ছি। আজ শুরুটা দুর্দান্ত করেছিলাম। কিন্তু পাওয়ার প্লে-তে ওরা আমাদের হাত থেকে ম্যাচটা কেড়ে নিল। ব্যাটিংয়ের সময় প্রথম ১০ ওভারের পর আমরা যে জায়গায় ছিলাম, সে দিকে তাকালে মনে হয় আরও অন্তত ১০-১৫ রান করা উচিত ছিল। এই পিচে ১৭০-১৮০ লড়াকু স্কোর। তবে ওরা পাওয়ার প্লে-তে ভাল ব্যাট করেছে, যেটা দু’দলের পার্থক্য গড়ে দিয়েছে।”

তিনি আরও বলেন, “যেভাবে ফখর জামান, সাহিবজাদা ফারহান ব্যাট করেছে, হ্যারিস রউফ বল করেছে, তাতে ইতিবাচক দিক অনেক রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি। অন্য শহরে, অন্য পরিস্থিতিতে গিয়ে সেই ম্যাচটা খেলতে হবে।”

এর আগে গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here