পাওনা টাকার জন্য যুবককে ডেকে নিয়ে হত্যা

0

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে পাওনা টাকার জন্য যুবককে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক বন্ধুর বিরুদ্ধে। শুক্রবার দিবাগত মধ্যরাতে ইকরাম গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

বানিয়াচং থানার (ওসি) আজয় চন্দ্র দেব জানান, নিহত যুবক বিষ্ণু সরকার (১৯) জেলার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের প্রাণনাথ সরকারের ছেলে। অভিযুক্ত ঘাতক মিন্নত আলী (২৫) ইকরাম গ্রামের লিয়াকত আলীর ছেলে। সম্পর্কে তারা একে অপরের বন্ধু। বন্ধুত্বের সুবাধে বিঞ্চু সরকার মিন্নতের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেয়। 
কিন্তু বিষ্ণু সরকার পরবর্তীতে টাকা দিতে গড়িমশি শুরু করে। এ নিয়ে শুক্রবার দিবাগত রাতে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মিন্নত তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী হাওরে নিয়ে নিয়ে যায়। এসময় মিন্নত আলী ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে বিঞ্চুর উপর। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here