পাঁচ হাজার মানুষের মৃত্যু নিয়ে স্বীকারোক্তির পরই নেপালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা

0

পাঁচ হাজার মানুষের মৃত্যু নিয়ে স্বীকারোক্তির পরই নেপালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা

নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ডের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে দেশটির সুপ্রিম কোর্টে। সম্প্রতি তিনি এক জনসভায় ‘স্বীকার’ করে নেন যে দেশের পাঁচ হাজার মানুষের মৃত্যুর জন্য তিনি দায়ী। তার এমন বিস্ফোরক স্বীকারোক্তির পরই রিট পিটিশন দাখিল হয়েছে নেপালের সর্বোচ্চ আদালতে।

জানা গেছে, নেপালের সুপ্রিম কোর্টে প্রচণ্ডর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র আরান এবং অন্যান্য ভিকটিম পরিবার। কল্যাণ বুধাথোকির আরও একটি রিট পিটিশনের রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় চলছে। এই নিয়ে গত শুক্রবার বিচারপতি ঈশ্বর খাতিওয়াদা এবং হরি কৃষ্ণ ফুয়ালের বেঞ্চ আদালত প্রশাসনকে এই দু’জনের রিট পিটিশনগুলি নথিভুক্ত করার নির্দেশ দেয়।

সূত্র : হিন্দুস্তান টাইমস ও রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here