পাঁচ রানে ফিরলেন অধিনায়ক সাকিব, চাপে টাইগাররা

0

বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানও তাল সামলে হালটা ধরতে পারলেন। ১১ বলে মাত্র পাঁচ রানেই সাকিবের ইনিংসের যবনিকাপাত হয়েছে। ফলে ১১তম ওভারেই তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। স্কোরবোর্ডে ততক্ষণে জমা হয়েছে ৩৬ রান।

এর আগে ওপেনার মোহাম্মদ নাঈম শেখও সুবিধা করতে পারেনি। ২৩ বলে ১৬ রান করে সাজঘরের পথ ধরেছেন তিনি।

অন্যদিকে স্বপ্নের অভিষেকটাও রাঙাতে পারেননি  তানজিদ হাসান তামিমও। মহেশ থিকসানার শিকার হয়ে দুই বলে ০ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।

জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন তামিম। তবে বড়দের বড় মঞ্চের চাপটা হয়তো তিনি ঠিকঠাক নিতে পারেননি। ফলে তাকে এলবিডব্লিউর ফাঁদে পড়তে হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here