পাঁচ মামলার পলাতক আসামিকে গ্রেফতারের পর কারাগারে প্রেরণ

0

কুমিল্লার দেবিদ্বারে আবু কাউছার নামে এক বছরের সাজাপ্রাপ্ত পাঁচ মামলার পলাতক আসামিকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। 

এর আগে, বুধবার রাতে উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাস, অর্থ আত্মসাৎসহ নানা অপরাধে পাঁচটি মামলা রয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, আবু কাউছার পাঁচ মামলায় এজাহারভুক্ত আসামি। মামলাগুলোর মধ্যে তিনি কোনোটায় জামিনে রয়েছেন আবার কোনোটায় সাজাপ্রাপ্ত পলাতক। উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল হালিমের পেনশনের টাকা ব্যবসার নামে আত্মসাৎ করেন কাউছার। এ সংক্রান্ত একটি মামলায় আদালত তাকে ৪৯ লাখ টাকা জরিমানাসহ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here