মৌসুমের মাঝামাঝি রক্ষণে শক্তি বাড়াল পিএসজি। স্বদেশের ক্লাব সাও পাওলো থেকে প্যারিসের ক্লাবটিতে যোগ দিলেন তরুণ ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক লুকাস বেরাওদু।
২০ বছর বয়সী এই ডিফেন্ডারকে পাঁচ বছরের চুক্তিতে দলে টানার কথা সোমবার বিবৃতি দিয়ে জানায় পিএসজি। ব্রাজিলের শীর্ষ লিগে সাও পাওলোর শুরুর একাদশের নিয়মিত সদস্য ছিলেন বেরাওদু। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়েও খেলেছেন তিনি।