সরকার পতনের একদফা দাবিতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা ১২ দলীয় জোট। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন ১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ১২ দলীয় জোটের একটি গুরুত্বপূর্ণ সভা জোটের শরিক কল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে এক দফা যুগপৎ আন্দোলনে ৫ দিনে ৬টি কর্মসূচি ঘোষণা করা হয়।