লেখক, নির্মাতা, গবেষক, দার্শনিক, রাজনীতিক এমন নানা পরিচয়ের বাইরে এবার নতুন এক পরিচয়ের এলেন কামরুল হাসান নাসিম (কেএইচএন)। ২৮ জুলাই শুক্রবার আনুষ্ঠানিকভাবে একযোগে প্রকাশিত হল তাঁর পাঁচটি একক গানের অ্যালবাম।
বৃষ্টি, তুলনা, সুরঞ্জনা, পাগলা রাজা ও ঈশ্বর নামের অ্যালবামগুলোতে রক, হার্ড রক, থ্রাশ মেটাল ও ক্লাসিক ঘরানার ৪৫টি গান রয়েছে। প্রতিটি গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
কামরুল হাসান নাসিম বলেন, “শিল্প-সংস্কৃতির ২২টি অঙ্গনে বিচরণ করতে গিয়ে আমার মনে হয়েছে সঙ্গীতেও আমার সাক্ষর রাখা উচিত। তারই যাত্রা শুরু হল। আমরা এতদিন গান তৈরিতে সময় দিয়েছি। এখন স্টেজে পারফর্ম করার মধ্য দিয়ে নিয়মিত শ্রোতাদের সামনে আসব হয়তো।”