মাত্র পাঁচ দিনেই বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বেশি আয় করেছে শাহরুখ খানের সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘জওয়ান’। শাহরুখ খানের এই ছবি বলিউডের চলতি বছরের তৃতীয় ছবি, যেটি ৩০০ কোটি অতিক্রম করল। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, ইতোমধ্যেই বিশ্বব্যাপী ৫২০.৭৯ কোটি টাকা আয় করেছে জওয়ান।
শাহরুখের এই অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি মুক্তি পায় ৭ আগস্ট, বৃহস্পতিবার। শুরুতেই পাঠানের রেকর্ডও ভেঙে দেয় ‘জওয়ান।’ বলিউডে এর আগে ওপেনিংয়ে রেকর্ডটি ছিল পাঠানের দখলে। প্রথম দিনে ৫৭ কোটি আয় করেছিল জওয়ান। সেই রেকর্ড ভেঙে ওপেনিংয়েই হিন্দি-তামিল মিলিয়ে ৭৫ কোটির গণ্ডি ছোঁয় জওয়ান।