পাঁচটি শট গোলপোস্টে লেগে ব্যর্থ; যা বললেন রিয়াল কোচ

0

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ হলেও বছরের প্রথম ‘এল ক্লাসিকো’ নিয়ে উত্তেজনা কম ছিল না। তাইতো রিয়াল মাদ্রিদের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে নেমেছিল বার্সেলোনা। অন্যদিকে তরুণদের সমন্বয়ে গড়া একাদশ নিয়ে পরীক্ষা চালিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। দিনশেষে বার্সার কাছে তার শিষ্যরা ৩-০ ব্যবধানে উড়ে গেছে।

এদিন রিয়ালের একে একে পাঁচটি শট গিয়ে লাগে বার্সার গোলপোস্টে। তাতে ভক্তদের সঙ্গে দলেরও হতাশ হওয়ার কথা, বাস্তবে তাই হয়েছে। যদিও দলের সার্বিক পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি।

শুধু তাই নয়, রিয়ালের গোলমুখে নেয়া মোট পাঁচটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে। সেগুলো কাজে লাগাতে পারলে ফল ভিন্ন কিছু হতে পারত। এ বিষয়ে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘ম্যাচটিতে পাঁচটি সুযোগ গোলপোস্টে লেগে ব্যর্থ হয়েছে। এটি বিরল ঘটনার মধ্যে পড়ে। মনে হয়েছে, কোনো দেয়াল তৈরি হয়েছিল, তাতে লেগে বল বারবার ফিরে আসছিল। তবে দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’

আনচেলত্তি আরও বলেন, ‘এই দলে অনেক তরুণ খেলেছে। তাদের একটু পরীক্ষা করে নিতে চেয়েছিলাম। ভালোই খেলেছে সকলে। এভাবে এগিয়ে যেতে পারলে ভালো কিছু সম্ভব। আমরা কোনো স্ট্রাইকার ছাড়াই অসাধারণ খেলেছি। এই দলের দারুণ ভবিষ্যত রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here