ফিলিস্তিনের পশ্চিম তীরের বিষয়ে এখনও শতভাগ ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলেও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল সোমবার ফ্লোরিডায় বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘পশ্চিম তীর নিয়ে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। তবে, আমি বলব না আমরা এ বিষয়ে শতভাগ একমত, তবে একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে।’
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে মন্তব্য এবং এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনো বার্তা দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ট্রাম্প আরও বলেন, ‘উপযুক্ত সময়ে সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা করা হবে। আমরা সঠিক কাজটাই করতে চাইছি।’ এ সময় নেতানিয়াহু তার পাশেই দাঁড়িয়ে ছিলেন।
ফিলিস্তিনিদের তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ। এছাড়া আটক করা হয়েছে আনুমানিক ২১ হাজার ফিলিস্তিনিকে।
পশ্চিম তীর মূলত ফিলিস্তিনের অংশ। ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব চলছে। ইসরায়েল পশ্চিম তীরের বড় অংশে বসতি স্থাপন করেছে, যা আন্তর্জাতিকভাবে অবৈধ।
গত বছরের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে। একই সঙ্গে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সব ইহুদি বসতি প্রত্যাহারের আহ্বান জানায়।

