ফিলিস্তিনের পশ্চিম তীরে রাতভর অভিযান চালিয়ে ৬৪ জনকে আটক করার কথা জানিয়েছে ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি, এরমধ্যে ৩৭ হামাস সদস্য রয়েছে।
৭ অক্টোবর ইসরায়েলি অঞ্চলে ঢুকে হামলা চালায় হামাস। এরপর থেকেই গাজা ও পশ্চিম তীরে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনারা।
এ পর্যন্ত হামাসের হামলা হামলায় ১৪শ’র বেশি ইসরায়েলি প্রাণ হারিয়েছে। আর ইসরায়েলের চালানো হামলায় গাজা ও পশ্চিত তীরে সাড়ে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। আহতের সংখ্যাও অনেক।
সূত্র: বিবিসি