অবরুদ্ধ পশ্চিম তীরের কাছে গুলিতে দুই ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, পশ্চিম তীরের এলির বসতির কাছে এক হামলায় এই দু’জন নিহত হয়।
এমডিএর পরিচালক এলি বিন আর্মি রেডিওকে বলেন, ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়। এমডিএর অনুসারে, আক্রান্তদের বয়স যথাক্রমে ২০ এবং ৪০ এর কোঠায়।
আইডিএফ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন অস্ত্রধারী নিহত হয়েছে।
আইডিএফ আরও বলেছে, সৈন্যরা রাস্তা অবরোধ করছে এবং ওই এলাকায় আরও হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।