গাজার পর এবার ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরও পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। পশ্চিম তীরে ২৮ লাখ ফিলিস্তিনি বসবাস করে। ইসরায়েল সেনাবাহিনী ওই এলাকাকেও পুরোপুরি বন্ধ করে দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, লোহার গেট ও সিমেন্টের ব্লক দিয়ে পশ্চিম তীরে প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, এতো বছর অবরুদ্ধ থাকার পরও কোনোদিন তারা এমন পরিস্থিতি প্রত্যক্ষ করেননি। তাদের অনেকের দাবি, একটা গোষ্ঠীর দোষে ইসরায়েলিরা পুরো জনপদকে এমন সাজা দিয়ে আসছে যুগের পর যুগ।
রবিবার থেকে পশ্চিম তীরের সব দোকানপাট বন্ধ রয়েছে। এরইমধ্যে পশ্চিম তীরে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
সূত্র: বিবিসি