ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের পর দেশের অন্যান্য শহরের সঙ্গে কলকাতায়ও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার রাত থেকেই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে শুরু হয় জোর তল্লাশি অভিযান। রাজ্যজুড়ে বিভিন্ন রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও জনবহুল এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
তবে প্রশাসন বলছে, আতঙ্কের কোনও কারণ নেই, সতর্ক থাকতে হবে।
কলকাতার ও হাওড়া প্রবেশদ্বার ডানকুনির এফসিআই মোড়ে ও দিল্লি রোডের সংযোগস্থলে সন্দেহজনক গাড়ি থামিয়ে ডানকুনি থানা ও ডানকুনি ট্র্যাফিক গার্ডের যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান দেখা গেছে।
নিউটাউন এলাকায় বিএসএফের আঞ্চলিক সদর দপ্তরের কাছে রাম মন্দির আইল্যান্ড এলাকায় ইকোপার্ক থানার পুলিশের তরফে রাত থেকেই তল্লাশি অভিযান চলে। পাশাপাশি সল্টলেকে চলছে পুলিশের তল্লাশি।
নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর মুড়ে ফেলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআইএসএফ-এর পাশাপাশি বিমানবন্দর থানার পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে। বিমানবন্দরে আসা প্রতিটি গাড়ি দাঁড় করিয়ে চলছে পুলিশের চেকিং।
হাওড়া রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আরপিএফ ও জিআরপির পক্ষ থেকে স্টেশনে ঢোকা প্রত্যেকটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। স্নিফার ডগ ইউনিট মোতায়েন করে স্টেশন প্রাঙ্গণ, প্ল্যাটফর্ম ও ট্রেনের অভ্যন্তরে তল্লাশি জোরদার করা হয়েছে।
রাজ্য পুলিশের নির্দেশে সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা-ঝাড়খণ্ড সীমান্তবর্তী ডুবুরডিহি চেকপোস্টে মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে। ঝাড়খণ্ড থেকে বাংলায় প্রবেশ করা সন্দেহজনক গাড়ির নথি খতিয়ে দেখা হচ্ছে। প্রতিটি চেকপোস্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলাতেও একই চিত্র।
পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলস্টেশন নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে নিরাপত্তা বাড়িয়েছে আরপিএফ। ফারাক্কার ব্রিজ, তিস্তা ব্রিজের নিরাপত্তাও কঠোর করা হয়েছে।
বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলাতেও রাত থেকেই একাধিক জায়গায় তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এছাড়া সুন্দরবন উপকূলবর্তী এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। সুন্দরবন পুলিশের অধীন কাকদ্বীপ, বকখালি, নামখানা, পাথরপ্রতিমা, গোবর্ধনপুর, ফ্রেজারগঞ্জসহ উপকূলবর্তী থানাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

