পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের এক নতুন দলের আত্মপ্রকাশ! ২০২৬ সালে রাজ্যটিতে বিধানসভার নির্বাচন। তার আগেই নতুন দল ঘোষণা করেছেন সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর। তার নতুন দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’ (জেইউপি)।
সোমবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার খাগড়ু পাড়া মোড়ে এক জনসভা থেকে নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন।
সেই সঙ্গে রাজ্যের ২৯৪ আসনের মধ্যে ৬ কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। এর মধ্যে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ও রেজিনগর- এই দুই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নতুন দলের চেয়ারম্যান বর্তমানে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। একই সঙ্গে তার ঘোষণা ‘উভয় কেন্দ্র থেকেই আমি লড়বো এবং জিতব, ইনশাল্লাহ।’
এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ কেন্দ্র থেকে ইব্রাহিম হাজী, মুর্শিদাবাদ কেন্দ্র থেকে মনীষা পান্ডে, মালদা জেলার বৈষ্ণবনগর কেন্দ্র থেকে লড়বেন মুসকুরা বিবি, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা কেন্দ্র থেকে আরেক হুমায়ুন কবীর লড়বেন। এদিন প্রত্যেক প্রার্থীরাই মঞ্চে উপস্থিত ছিলেন। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার রানীনগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডা. হুমায়ুন কবীর। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে থাকায় তিনি এদিন উপস্থিত হতে পারিনি। সেক্ষেত্রে কেবলমাত্র মুর্শিদাবাদ জেলার ৪ আসনে লড়বেন তিনজন হুমায়ুন
জেইউপি দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, নির্বাচন এখনো বাকি রয়েছি। নির্বাচনের তফশিল ঘোষণা হলেই আমরা পরবর্তী সময়ে ২৯৪ আসনে প্রার্থী ঘোষণা করে দেব। বর্তমানে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা (বিজেপি) ক্ষমতায় আসতে চাইছে, সেই বিজেপিকেও ১০০ আসনের মধ্যে আটকে রাখার উদ্দেশ্যে কতগুলো আসনে আমাদের দল লড়াই করবে সেটা সময় এলেই জানানো হবে।
সূত্রের খবর, নিজের নতুন দলের জন্য ‘টেবিল’ প্রতীক চিহ্নই নির্বাচন কমিশনের কাছে চাইবেন। সেই প্রতীক না পেলে হুমায়ুনের দ্বিতীয় পছন্দ ‘জোড়া গোলাপ।’
আসন্ন বিধানসভা নির্বাচনে অন্তত ৯০টি আসনে তাঁর দল জিতবে বলে আগেই প্রত্যাশা ব্যক্ত করেছিলেন হুমায়ুন। সেক্ষেত্রে নতুন সরকার গঠনে তিনিই নির্ণায়ক শক্তি হবেন বলেও দাবি তার। তবে হুমায়ুনের সেই স্বপ্ন পূরণ হয় কি না, তা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পরই জানা যাবে।

