পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদের স্থানে আজ শুক্রবার প্রথম জুমার নমাজ অনুষ্ঠিত হয়েছে। এই নামাজে হাজার হাজার মুসল্লির ঢল নামে।
মুর্শিদাবাদের বেলডাঙায় এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়া বিধায়ক হুমায়ুন কবীর। গত ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনেই তিনি এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শুক্রবার জুমার নমাজকে ঘিরে বিশাল আয়োজন করা হয়। সকাল থেকেই ধর্মপ্রাণ হাজারো মুসলিম মসজিদের জন্য নির্ধারিত স্থানে সমবেত হন।
নামাজ শেষে প্রায় হাজারখানেক মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। রান্নার দায়িত্বে থাকা সদস্যরা জানিয়েছেন, দেড় কুইন্টাল চালসহ অন্যান্য উপকরণ দিয়ে খিচুড়ি তৈরি হয়।
১৯৯২ সালের ছয়ই ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছিল অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ। সেই ঘটনাকে কেন্দ্র করে সেসময় দেশজুড়ে আলোড়ন দেখা দেয়। আর সে কথা মাথায় রেখেই এই দিনকেই মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের দিন হিসেবে বেছে নেন হুমায়ুন কবির।
সূত্র: এনডিটিভি

